Get Clients Outside of The Freelance Marketplaces (Masterclass)
About Course
ফ্রিল্যান্স প্রফেশনে, কোনো একটি নির্দিষ্ট প্লাটফর্মে সব সময় কাজ করা মানে, সব ডিম একঝুরিতে রাখার মতো. মার্কেটপ্লেস গুলোর সব রুলস মেনে চলার পরেও, সব সময় একটা আতংক থেকেই যায় যে, এই বুঝি একাউন্ট সাসপেন্ড হয়ে গেলো। কারণ নিজের অজান্তে ভুল বসত কোনো একটা পলিসি ভায়োলেশন করলেই নিমিষেই হারিয়ে যায় অনেক বছর ধরে যত্নে গড়া মার্কেটপ্লেসের প্রোফাইল। যাদের ইনকাম ১০০% ফ্রিল্যান্স প্রফেশনের উপর নির্ভর, তাদের জন্য এটি খুবই রিস্কি।
এই কোর্সের স্টুডেন্ট যেকেউই হতে পারবে, যেমন একজন ব্যাংকার থেকে শুরু করে একজন স্টুডেন্ট ও এই কোর্সটিতে এনরোল করতে পারবেন। এক কথায় আপনার যেকোনো স্কিল থাকলেই হবে, সেই স্কিল কে ব্যবহার করে আপনি আপনার সার্ভিস পুরো পৃথিবী জুড়ে দিবেন।
কোর্স সম্পর্কে বিস্তারিত ধারনা দেয়ার জন্য এবং এর কন্টেন্ট কোয়ালিটি যাচাই করার জন্য কিছু ভিডিও সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, অনুগ্রহ করে ভিডিওগুলো দেখে আপনার সিদ্ধান্ত নিন।
কোর্স পরবর্তী সাপোর্ট-
এটি একটি ভিডিও কোর্স এবং প্রতিটি ক্ষুদ্র বিষয়কে খুব সহজভাবে এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তবে কোর্সটি সম্পন্ন করার পরেও যদি আপনাদের কারো আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন। তবে আমার নিজের ও কাজ রয়েছে এবং পর্যাপ্ত কাজের চাপেই থাকি তাই তাৎক্ষণিক সহযোগীতা করবো এমন প্রতিশ্রুতি দেয়া কঠিন। আশাকরি এমন কোন পরিস্থিতির উদ্ভব হলে আপনারাও আমার প্রতি নমনীয় থাকবেন।
আরো কিছু কথা-
আমি একজন মেন্টর এবং আমার পেশাটিকে আমি অনেক ভালোবাসি ও সম্মানের চোখে দেখি। তাই গড্ডালিকায় গা ভাসিয়ে আমি বলবোনা যে “এই কোর্স টি করলেই আপনি রাতারাতি হাজার ডলার ইনকাম করতে পারবেন” কোর্সটিতে আমি রিসোর্স শেয়ার এবং বেস্ট প্রেকটিসগুলো তুলে ধরেছি, যা আমার অভিজ্ঞতা থেকে অর্জিত। এই বেস্ট প্রেকটিসগুলো আপনার আয়ত্তে আনতে আপনার নিজের অনেক সময় ব্যায় করতে হবে, রাতারাতি কোনো কিছুই হবে না. তবে আশা করি, কোর্স সম্পন্ন করে আপনি আশাহত হবেন না, আপনার চাহিদার প্রায় পুরোটাই পুরন হয়ে যাবে।
রিফান্ড পলিসি-
এটি অবশ্যই একটি গুতুত্বপূর্ণ নোট। এই কোর্সটি কেনার পরবর্তী ৭ দিনের মধ্যে আপনার যদি মনে হয় যে এটা থেকে আপনি তেমন কোন উপকার পাচ্ছেন না তাহলে রিফান্ড ক্লেইম করে আমাকে শুধু টেক্সট করলেই হবে। রিফান্ড ক্লেইম এর ৩ কার্যদিবসের মধ্যেই আপনার টাকা ব্যাক করা হবে।
আপনার আরো কিছু জানার থাকলে আমাকে ফেসবুকে নক করুন- https://web.facebook.com/farukdesk
Course Content
Section 1: Introduction
-
10:19
-
01:17
-
01:44